স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মনু মিয়া (৪০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়। বৃহস্পতিবার বিকালে ৪ টায় সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সীমান্তবর্তী ঘাসিগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঘাসিগাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সুত্রে জানাজায়, মনু মিয়া দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘাসিগাঁও গ্রামে এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল হাসানের নেতৃত্বে বিভাগীয় উপপরিদর্শক মো. মামুনুর রশীদ, সহকারী উপপরিদর্শক মো. মোতালেব আলী, সিপাই রজদ চন্দ্র দাসসহ একটি রেইটিং ঠিম গঠন করে অভিযান চালিয়ে মনু মিয়াকে তার বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। সে একাধিক মাদক মামলার আসামী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান জানান, ‘জেলাকে মাদক মুক্ত করতে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে বিভাগীয় উপপরিদর্শক মো. মামুনুর রশীদ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। সে একাধিক মাদক মামলার আসামী।