সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সততা স্টোর ও লাইব্রেরী এর শুভ উদ্বোধন উপলক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলমগীর কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এমপি রতন বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না। আমাদের হাওরাঞ্চলে ১০০% শিক্ষীত হতে হবে। আমাদের সরকার শিক্ষা বৃত্তি চালু করেছেন, আপনার সন্তানকে স্কুলে পাঠান বেতন দিবেন সরকার। আসুন সবাই মিলে বিশ্বনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই।