স্টাফ রিপোর্টার::
লাইসেন্স ও ড্রাইভিং না থাকায় সুনামগঞ্জের ৪৬টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মোটর যান আইনে জরিমানা প্রদান ও মামলা দেওয়া হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমার নেতৃত্বে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রায় ৪৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন বিআরটিএ সহকারি পরিদর্শক রাসেল আহমদ, পেশকার বিকাশ চন্দ্র রায়, ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল প্রমুখ।