দিরাই প্রতিনিধি::
দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের পূর্বপাড়া খালে নিচু বিদ্যুতের লাইনে লেগে বি বাড়িয়ার পানেরস্বর গ্রামের ২ ব্যবসায়ী যুবকের সলিল সমাধি ঘটেছে। নিহতরা হলেন মামুন মিয়া ২৮ পিতা নবাব মিয়া। ও হাবুল্লাহ (৩০) । বুধবার সকাল ৯টায় ভাটিপাড়া গ্রামে ইট বিক্রি করে যাওয়ার পথে বিদ্যুতের লাইনে নৌকার বৈঠা লেগে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু ঘটে। এলাকাবাসী ও নিহতের সঙ্গীয় সুজন মিয়া ওরফে উকিল মিয়া ১৫ ও বাচ্চু মিয়া বলেন সকালে আমরা নৌকা রাখা ইট বিক্রি করতে পুর্ব হাটীর খালে খালে নৌকা নিয়ে ঘাটে ভিড়িয়ে মাল তুলে যাওয়ার পথে বিদ্যুতের নিচু লাইনে নৌকার বৈঠা লেগে নৌকার সারং মামুন মিয়া পানিতে পড়ে যায় তাকে উদ্ধার করতে হাবুল্লাহ ও পানিতে ঝাপ দেয় এবং চিৎকার দিয়ে বলে পানিতে ও কারেণ্ট এরপর ডুবে যায়। অনেক খোজাখুজি করে এলাকাবাসী মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আমি ও আমার সঙ্গীয় বাচ্চু মিয়া জীবিত আছি আর কিছু বলতে পারবনা বলেই মুর্ছা যায়। ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে শতশত নারীপুরুষ ঘটনাস্থলে ভীর করে। এলাকাবাসী অভিযোগ করে বলেন বিদ্যুতের লাইন এতই নিচু যে হেঁটে গেলেও মানুষের মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা। এই বিষয়ে এলাকাবাসী দিরাই বিদ্যুৎ অফিসের লোকজনদের জানানো হলেও তাঁরা কোন পাত্তাই দেয়নাই। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমি ঘটনা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি।