বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে দুই শিশু ধর্ষণকারীকে যাবজ্জীবন দ- দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও দায়রা জজ জাকির হোসেন ২০০৯ সালের শিশু ধর্ষণ মামলায় আয়াক নূর ও শফিক মিয়া নামক দুই শিশু ধর্ষণকরীকে এ দ- দেন।
মামলা সুত্রে জানা যায়, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাও গ্রামের মৃত আছমত উল্লার ছেলে আয়াকনূর ও একই গ্রামের হানিফ মিয়ার ছেলে শফিক মিয়া ২০০৯ সালের ২০ জানুয়ারি গ্রামের হতদরিদ্র পরিবারের এক শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতা ওই শিশু গ্রামের নাগরার কান্দা ছনক্ষেতের পাশে তার সমবয়সী এক বান্ধবীকে নিয়ে গোবর সংগ্রহ করতে গিয়েছিল। এসময় ৮ বছর বয়সী দুই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় তারা। একজন শিশুকে ছেড়ে দিয়ে আরেকজনকে দুইজন মিলে বর্বর কায়দায় ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা শিশু কন্যার বাবা মামলা দায়ের করেন।
গতকাল বুধবার মামলার রায় প্রদান করেন বিচারক। ধর্ষক দুজনকে যাবজ্জীবন দ- প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) নান্টু রায় রায় সত্যতা নিশ্চিত করেছেন।