সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জে ট্রাভেল ব্যাগে থাকা ভারতীয় গাঁজার চালানসহ বিল্লাল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ,
আটককৃত ব্যাক্তি জেলার বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের সীমান্তগ্রাম গামাইরতলার ইউনুছ আলীর ছেলে।
বুধবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বুধবার রাতে র্যাব-৯ সিলেট’র মিডিয়া সেল জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম নিয়মিত টহলকালে ধনপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে মঙ্গলবার বিকেলে ট্রাভেলব্যাগ ভর্তি গাঁজাসহ বিল্লালকে আটক করে।
পরে তার কাছে থাকা ব্যাগ খুলে দুই কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।