স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের বাসিন্দা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী (৫৯) আর নেই।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। কিডনি রোগে ভোগছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর তার অস্ত্রোপচার করা হয়েছিল।
মৃত্যুকালে তিনি দুই ভাই, চার বোন, স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১৮৬০ সালে তিনি ফেনারবাঁক গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মরহুম আবুল কাশেম চৌধুরী এমপি অ্যাড. শামীমা শাহরিয়ারের স্বামী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী এইচ এস শাহরিয়ার চৌধুরী বিপ্লবের ভগ্নিপতি ছিলেন।
আজ শুক্রবার সকাল ১১ টায় জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আবুল কাশেম চৌধুরীর প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে বাদ জুম্মা নিজ গ্রামে দ্বিতীয় নামাজের জানাযা শেষে বাড়িতে তার লাশ দাফন করা হবে।
আবুল কাসেম চৌধুরীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাড. খোন্দকার সামছুল হক রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আমজদ প্রমুখ।