দিরাই প্রতিনিধি::
একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাউল সম্রাটের নিজ গ্রাম ধল গ্রামবাসীর আয়োজনে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় বাউলের স্মৃতিবিজড়িত বাড়ির আঙ্গিনায় শাহ আবদুল করিমের সৃষ্টি ও কর্ম নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। বাউল সম্রাটের একমাত্র পুত্র শাহ নুর জালাল’র সভাপতিত্বে ও আপেল মাহমুদ, জয়ন্ত কুমার সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল রহমান, দিরাই প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘করীম গীতির আসর’। এতে শাহ আবদুল করিম রচিত বিভিন্ন গান পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীবৃন্দ।