তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাঁজার চালান জব্দ করেছে বর্ডার গার্ড (বিজিবি) বাংলাদেশ।,
জব্দ তালিকা শেষে শনিবার মদ ও গাঁজা সুনামগঞ্জ মামদ দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ে জমা দেয়া হয়।
জেলার বিশ্বম্ভরপুর ও দোয়রাবাজার সীমান্ত থেকে এসব বিদেশি মদ ও গা*জার চালান জব্দ করা হয়।
শনিবার দুপুরে ২৮-বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি) সুনামগঞ্জ হেডকোয়ার্টার মিডিয়া সেল জানায়,ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদের কাপনা গ্রাম হতে চিনাকন্দি বিওপির বিজিবি টহল দল শুক্রবার রাতে ৭৮ বোতল বিদেশি মদ আটকের পর জব্দ করেন।
এছাড়াও একই রাতে জেলার দোয়ারাবাজারের মাঠগাঁও বিওপির বিজিবি টহল দল লক্ষীপুরের সীমান্তগ্রাম দৌলতপুর থেকে তিন কেজি ভারতীয় গাঁজা আটকেরপর জব্দ করেছে।
জব্দকৃত বিদেশি মদ ও গাঁজার আনুমানিক মুল্য ১ লাখ ২৮ হাজার ১২৫০ টাকা ।
ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম আরো জানায়, শুধুমাত্র বিজিবি সীমান্ত সড়ক কিংবা সীমান্ত এলাকাতেই নয় এখন থেকে সব ধরণের মাদক ও চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জ জেলার সুরমা, জাদুকাঁটা, পাটলাই, বৌলাই, ধোপাজান , চলতি সহ সব কটি নৌ-পথেই বিজিবির কয়েকটি বিশেশায়িত টিম টহল করবে।,