দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কৃষকদের ভূমিকা অপরিসীম। কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষিকাজে সফলতা অর্জনে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির বিকল্প নেই। কৃষিকাজে স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা নিয়ে বৃক্ষরোপন সহ চাষাবাদে কৃষক সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, আপনাদের সব ধরণের সহযোগিতা দিতে শেখ হাসিনার সরকার পাশে রযেছে। গতকাল শনিবার বেলা ১২টায় দিরাই গণ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র মোশাররফ মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, কৃষকলীগ আহবায়ক তাজুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান। আলোচনা শেষে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।