তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার এল কৃষ্ণ মুর্তি।
আজ রবিবার( ১৫,সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলা সীমান্তের নলীকাটা-সাহিদাবাদ (লাউড়েরগড়) বর্ডার হাট নির্মাণাধীন কাজের অগ্রগতি দেখতে বেলা ১১টায় বর্ডার হাটে উপস্থিত হন।
এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহবুব রহমান, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) মো.মুনতাসির হাসান, আওয়ামিলীগ নেতা জালাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, লাউড়েরগড় বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান প্রমুখ।
বর্ডার হাট পরিদর্শন শেষে এল কৃষ্ণ মুর্তি গণমাধ্যম কর্মীদের জানান, বর্ডার হাটের নির্মাধীন কাজ প্রায় ৮০ পার্সেন্ট শেষ হয়েছে। বাকী ২০ পার্সেন্ট ঘর বানানোর কাজ আগামী ডিসেম্ভর মাসের ভিতরে শেষ করার জন্য উনি ভারতীয় বিএসএফ কে নির্দেশ প্রদান করেছেন ।