রাজন চন্দ::
জননেত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের পাশাপাশি ছাত্র ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেছেন।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে।
উপজেলার মধ্যে প্রথম এ বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এ সময় উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আল আমিন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এ এইচ এম লিয়াকত,সহকারী শিক্ষক জাহিদ হাসান,সাংবাদিক রাজন চন্দ,আবুল কাশেম প্রমুখ।
এখন থেকে নিয়মিত মিড ডে মিলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
এদিকে মিলের ব্যাবস্থা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।