ভ্রাম্যমাণ প্রতিনিধি:-
সুনামগঞ্জের জামালগঞ্জে দুজন অতিথি পাখি শিকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার ফেনারবাক ইউনিয়নের গঙ্গাধরপুর বাগে গত মঙ্গলবার রাত পৌন ১টার সময় অভয় আশ্রম থেকে ইয়ারগান দিয়ে অতিথি পাখি শিকার করার সময় দুজনকে গ্রেফতার করে জামালগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মো.আজাদ মিয়ার ছেলে মোজাহিদ আলম (৩৫) ও একই গ্রামের রজব আলীর ছেলে সহিবুর রহমান (৩৬)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাকনার হাওরের গঙ্গাঁধরপুর গ্রামের পাশের স্থানীয় বনায়নে এনজিও সংস্থা সিএনআরএস”র আওতাধীন অতিথি পাখির অভয়আশ্রমে থেকে প্রতিদিনের মত অতিথি পাখি শিকার করার সময় এস আই জয়নাল তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুজনকে হাতে নাতে গ্রেফতার করে জামালগঞ্জ থানায় নিয়ে আসেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান দুজনকে আটকের কথা স্বীকার করে বলেন, গত রাতে অতিথি পাখি শিকারী দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে বিশম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জামালগঞ্জের অতিরিক্ত দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।