তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে মাদ্রাসায় যাবার চাঁপ সইতে না পেরে বড়বোনের বসতঘরের আড়ায় ঝুলে তোফায়েল আহমদ (১২) নামে দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে।,
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নিহত তোফায়েল উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের বড়ছড়া শুল্ক ষ্টেশন লাগোয়া বড়ছড়া পুর্বপাড়ার হারুন মিয়া ওরফে হারুন ডাক্তার ও জবেদা দম্পতির ছেলে।, সে উপজেলার বালিয়াঘাট এলাকা সংলগ্ন গোলকপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।,
নিহতের পিতা হারুন এক সময় উপজেলার বাদাঘাটের কামড়াবন্দ গ্রামের বাসিন্দা হিসাবে এলাকায় পল্লী চিকিৎসক পেশায় নিয়োজিত ছিলেন।,
দারিদ্রতার কারনে গত এক যুগেরও বেশী সময় ধরে তিনি পরিবার পরিজন নিয়ে বড়ছড়া শুল্ক ষ্টেশনের পুর্বপাড়ায় বসবাস করে পাহাড়ি ছড়ায় ভেসে আসা ‘বাংলা কয়লা’ কুঁড়িয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।,
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তোফায়েল নিয়মিত মাদ্রাসায় যেত না। পাশাপাশি সে পড়াশোনায় অমনোযোগী ছিল।
অপরদিকে গত দশ দিন পুর্বে মাদ্রাসা থেকে ছুঁটি নিয়ে বাড়ি ফিরলেও নানা অজুহাতে সে মাদ্রাসায় যেতে প্রতিনিয়ত অনিহা প্রকাশ করে আসছিলো। যে কারণে তার মা-বাবা তাকে বকাঝকা করে মাদ্রাসায় ফিরে যেতে কিছুটা চাঁপ প্রয়োগ করে আসছিলেন।
এদিকে মাদ্রাসায় ফিরে যাবার চাঁপ সইতে না পেরে সোমবার বেলা ১টার দিকে পরিবারের সবার অলক্ষ্যে বড়ছড়া পুর্বপাড়ার নিজ বসতবাড়ি লাগোয়া বড়বোন তাজ মহল বেগমের বসতঘরের আড়া (ধর্ণা)’র সাথে রশি পেঁচিয়ে তোফায়েল আত্মহত্যা করে।,
সোমবার সন্ধায় তাহিরপুর থানার এসআই মো.গোলাম মোস্তফা যুগান্তর জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ সন্ধায় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।,