স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের পুরান কোর্ট এলাকায় অবস্থিত সোয়াদ দুগ্ধ খামার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। বুধবার দুপুরে তিনি দুগ্ধ খামারটি ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। দুগ্ধ খামার পরিদর্শনকালে মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম ম-ল, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. তাহমিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান খামারের ব্যবস্থাপক মো. শামসুল হক ও মোফাজ্জল হোসেন মুকুল।
খামারের ব্যবস্থাপক মো. শামসুল হক বলেন, খামারটি ২০১৫ সাল থেকে পরিচালনা করছেন ক্ষুদ্র উদ্যোক্তা দেলোয়ার হোসেন দুলাল। খামার পরিচালনায় নানা সমস্যার মধ্যে পড়তে হয়। আর্থিক সংকটও রয়েছে। মাত্র একটি গরু দিয়ে শুরু করা এই খামারে বর্তমানে ৪১টি গরু রয়েছে। পর্যাপ্ত স্থান না থাকার কারণে খামারটি আরো বড় করা সম্ভব হচ্ছে না। সরকারি সহযোগিতা পেলে আমাদের এই দুগ্ধ খামারটি আরো সমৃদ্ধ হতো।