শাল্লা প্রতিনিধি::
শাল্লায় কৃষকদের পক্ষে ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ এবং সুদবিহীন কৃষিঋণ প্রদান, বিগত বছরে সঠিকভাবে সমাপ্তকারী পিআইসিদের সর্বশেষ কিস্তি পরিশোধ ও চলমাণ কৃষি সহায়তা কার্ড বাতিল করে প্রকৃত বোরোচাষীদের পৃথক তালিকা প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী এ মানববন্ধন পালন করা হয়। ১ অক্টোবর বিকেলে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির আয়োজনে মানববন্ধনেে সভাপতিত্ব করেন উপজেলা কমিটি সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস। সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা রবীন্দ্র চন্দ্র দাস। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আজমাণ গণি তালুকদার, কৃষ্ণকান্ত সরকার, প্রচার ও
প্রকাশনা বিষয়ক সম্পাদক নরেন্দ্র কুমার দাস, যুগ্ম সম্পাদক আশিষ কুমার দাস, মৎস্য বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র কুমার দাস, অর্থ সম্পাদক রণজিত রায়, দপ্তর সম্পাদক মানবেন্দ্র দাস, বাহাড়া ইউপির ১ নং ওয়ার্ডের সভাপতি রাজেন্দ্র দাস প্রমুখ। উক্ত বৃষ্টিস্নাত মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।