দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ উপজেলা নাম করণে জনমত যাচাইয়ের লক্ষ্যে গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৬সেপ্টেম্বর) দিনব্যাপী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার,শান্তিগঞ্জ বাজার, নোয়াখালী বাজার ও পাথারিয়া বাজারে জনমত জরিপের লক্ষে গণ শুনানী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,সুনামগঞ্জ এর উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী তহুর আলী সহ স্থানীয় এলাকাবাসী সহ অন্যান্য নেতৃবৃন্দ। জনমত জরিপ ও গণ শুনানীতে স্থানীয় উপজেলা সর্বস্থরের লোকজন অংশগ্রহণ করেন এবং গণ স্বাক্ষর প্রদান করেন।