দিরাই প্রতিনিধি::
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিরাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিরাই থানা পয়েন্টে উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অতিবিলম্বে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উপজেলা ছাত্রজমিয়ত সভাপতি ওবায়দুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা নাজিমুদ্দিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা আবিদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ছাত্র জমিয়ত দিরাই পৌর শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া, উপজেলা ছাত্র জমিয়ত সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ রাজী।
উপস্থিত ছিলেন আব্দুর রহিম (মাষ্টার), মোসলেহ উদ্দীন, পৌর ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা যাকওয়ান আহমদ, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ তাহমিদ, উপজেলা ছাত্র জমিয়ত সহ-সাধারণ সম্পাদক আইয়ূব খান, জুবায়ের আহমদ খান। সাংগঠনিক সম্পাদক, আস’আদ আহমদ, প্রচার সম্পাদক তাফাজ্জুল ইসলাম, দিরাই জামেয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি মিনহাজ তালুকদার প্রমুখ।