বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে প্রবাসীর উদ্যোগে এতিমখানার এতিম বালিকাদের মধ্যে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের কৃতিসন্তান যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদের উদ্যোগে এতিম বালিকাদেরকে দুপুরের উন্নত খাবার পরিবেশন করা হয়। এসময় এতিমখানার কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা) এতিমখানায় ৬-১৮ বছর বয়সী ৯০ জন এতিম কন্যা রয়েছেন। পিতা মাতাহীন এসব এতিম কন্যা শিশুদের সরকারি এতিমখানায় নির্দিষ্ট সময় পর্যন্ত লালন পালন করা হয়। গত দুই বছর ধরে ফরহাদ আহমদ এতিম শিশুকন্যাদের প্রতি ঈদে নতুন জামাকাপড় প্রদানসহ বিভিন্ন সময়ে উন্নত খাবার পরিবেশন করছেন। তিনি যুক্তরাজ্য থেকে আসার সময় তাদের জন্য উন্নত চকোলেট এনেও বিতরণ করেন। বৃহষ্পতিবার বেলা আড়াইটায় তিনি দুপুরে বিশেষ খাবার নিয়ে এতিম খানায় পৌঁছেন। এসময় একসঙ্গে বসে এতিম কন্যাদের সঙ্গে তিনি দুপুরের খাবার খান। কিছুক্ষণ তাদের সঙ্গে গল্প করেও সময় কাটান।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, সালেহ আহমদ চৌধুরী, এতিমখনার সহকারি শিক্ষক তাহেরা আক্তার, আলফাতুন নাহার, ছাত্র নেতা আহসান রহমান প্রমুখ।