স্টাফ রিপোর্টার::
ছাতক পৌরসভাসহ ছাতক-দোয়ারার ১০ ইউনিয়নের স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে দিনব্যাপী প্রচারণা চালিয়েছেন জেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এই প্রচারণা চালান। এসময় ছাতক-দোয়ারার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এদিকে প্রচারণা চালানো শেষ রাতে তিনি সিলেটেহযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করেছেন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।