স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা আ.লীগের আওতাধীন ১১ উপজেলা, ১টি থানা ও দুইটি পৌর কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা আ.লীগের কার্যকরী কমিটির সংসদের নির্বাহী সভা শেষে এক সংবাদ সম্মেলনে সম্মেলনের তারিখ নির্ধারণের কথা জানানো হয়। এদিকে দীর্ঘদিন পরে সকল সাংগঠনিক ইউনিটে কমিটির তারিখ ঘোষণায় উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা। এতে নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে এবং সংগঠন গতিশীল ও সম্প্রসারণ হবে বলে মনে করছে তৃণমূল।
৩১ অক্টোবর থেকে শুরু হয়ে এসব উপজেলায় ৩০ নভেম্বর সম্মেলন শেষ হবে। তবে দিরাই ও জগন্নাথপুর পৌর আ.লীগের সম্মেলনের তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। জেলা আ.লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সম্মেলনের তারিখ ঘোষণা করেন।
মধ্যনগর থানায় ৩১ অক্টোবর, শাল্লা উপজেলায় ৪ নভেম্বর, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫ নভেম্বর, জগন্নাথপুর উপজেলায় ৬ নভেম্বর, জামালগঞ্জ উপজেলায় ৯ নভেম্বর, ধর্মপাশা উপজেলায় ১০ নভেম্বর, ছাতক উপজেলা ও পৌর ১৬ নভেম্বর, তাহিরপুর উপজেলায় ১৭ নভেম্বর, সুনামগঞ্জ সদর ও পৌর ২৩ নভেম্বর, দিরাই উপজেলায় ২৪ নভেম্বর, দোয়ারাবাজার উপজেলায় ২৫ নভেম্বর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩০ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বক্তব্য রাখেন।
এদিকে সাংগঠনিক ইউনিট গুলোর কমিটি গঠনের জন্য তৃণমূলের দীর্ঘদিনের দাবি ছিল। পুরনোরা যুগযুগ ধরে নেতৃত্ব ধরে রাখায় অনেক নেতাই আওয়ামী লীগের সদস্য হতে পারছেন না। ফলে তারা হতাশ ছিলেন। যে কারণে তৃণমূলের নেতৃত্বপ্রত্যাশীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তৃণমূল গঠনতান্ত্রিক পদ্দতিতে দলের নিবেদিতপ্রাণ ও ত্যাগীদের কমিটিতে স্থান দেওয়ার আশা করছেন।
এসময় জেলা আ.লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন, সিদ্দিক আহমদ, রেজাউল করিম শামীম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাড. শফিকুল আলম, সৈয়দ আবুল কাসেম, অ্যাড. খায়রুল কবির রুমেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা আ.লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।