বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ের বহুল আলোচিত সাড়ে ৫ বছরের শিশু তুহিন হত্যাকা-ে তিন দিনের রিমা- শেষে বাবা ও দুই চাচাকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে বাবা আব্দুল বাছির, চাচা মাওলানা আব্দুল মোছাব্বের ও জমসেদকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত ১৫ অক্টোবর চাচা নাছির ও চাচাতো ভাই শাহরিয়ার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানায় তুহিন হত্যায় স্বীকারোক্তি না দেওয়ায় গত ১৫ অক্টাবর বাবা ও দুই চাচাকে ৫ দিনের রিমা- প্রার্থনা করে পুলিশ। ওইদিন বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহা তাদের তিনদিনের রিমা- মঞ্জুর করেন। শুক্রবার বিকেলে রিমা-ের সময় শেষ হলে পুলিশ তিনজনকে কারাগারে প্রেরণ করেন। বিকেলে বাবা আব্দুল বাছিরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে উপস্থিত করা হয়। পুলিশ তাকে স্বীকারোক্তির জন্য পাঠালেও শেষ পর্যন্ত তিনি স্বীকারোক্তি দেননি বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে আদালত ও পুলিশ বাবার স্বীকারোক্তি দেওয়া ও না দেওয়া বিষয়ে কোন বক্তব্য দেননি।
এদিকে শুক্রবার বিকেলে সিলেটের ডিআইজি কামরুল আহসান ঘটনাস্থল খেজাউড়া গ্রাম পরিদর্শন করেন। এসময় তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকায় বীট পুলিশিং বাড়ানোর কথা জানান। পাশাপাশি এই মামলায় যথাযত তদন্তের মাধ্যমে দ্রুত সময়ে চার্জশিট প্রদান করা হবে বলে জানান।
সুনামগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে তুহিনের বাবা ও চাচার স্বীকারোক্তি বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমি ডিআইজি স্যারের সঙ্গে বাইরে আছি। তবে তিনজনকে কারাগারে প্রেরণের কথা জানান তিনি।