জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের সময় সাব্বির (১০) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সাব্বির নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
শুক্রবার (১৮ অক্টাবর) বিকেল ৫ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আহতরা হলেন- মোজ্জাম্মেল (৩০) আকবর মিয়া (৩০)। এর মধ্যে মোজ্জাম্মেলকে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মজনু ও ইজাজুলের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে বিকেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় হট্টগোল শুনে শিশু সাব্বির ঘটনাস্থলে গেলে সে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। এতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সাব্বির।
রাণীগঞ্জ ইউপি সদস্য বজলু মিয়া সাব্বির নামের ওই শিশু নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুল লতিফ জানান, তারা ঘটনার খবর পেয়েছেন। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে বলে তিনি জানান।