স্টাফ রিপোর্টার::
৬ষ্ঠ সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার পথনাটক উৎসব শেষ হয়েছে শনিবার রাতে। ঢাকা সিলেট যশোর হবিগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত নাট্যদল নাটক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছে। এবারও প্রসেনিয়ামের নাট্য উৎসবে সুনামগঞ্জ পৌরচত্ত্বরে মঞ্চস্থ হয়েছে অপারেশন থিয়েটারের আদিম পৃথিবীর আহবান। নাটকটি রচনা করেছেন সুফি সুফিয়ান। নির্দেশনায় ছিলেন সুতপা বিশ্বাস পল্লবী, সংগীত- রাফি ইসলাম।
নাটকে অভিনয় করেছেন, সুতপা বিশ্বাস পল্লবী, সুপান্ত রায়, আব্দুল্লাহ আশরাফ, হাসান লিমন, মিজানুর রহমান , অভিষেক দে, সঞ্জয় শেখর দেব, সাদিয়া ফেরদৌসী ইভা, নীতি বসাক, দেবজ্যোতি রায় সীমান্ত প্রমুখ।
নাটকটি দানবসময়ের মানবিক মূল্যবোধ হারানো মানুষের কথা বলে। হত্যা ধর্ষণ প্রকৃতিবিপর্যয়ে কথা বলে। মানুষ আধুনিকতার নামে যে আদিম পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে তারই ইঙ্গিত বহন করে এই নাটক। এটি নাটক আবার প্রতিবাদও। প্রতিবারই সময়ের হিংস্র ঘটনাপ্রবাহ যুক্ত হয় নাটকটিতে। এ যেন হাসতে হাসতে মানুষের বুকে তির বিদ্ধ করা।