স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের এক পল্লীকবির গান নিজের নামে চলচ্চিত্রে ব্যবহার অভিযোগে বিখ্যাত গীতিকার কবির বুকল ও চলচ্চিত্র পরিচালক পি এ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারিক হাকিমের আদালত। বৃহষ্পতিবার দুপুরে বিচারক শহীদুল আমীন তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, সুনামগঞ্জের বাউল জবান আলীর রচিত গান ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি তার অনুমতি না নিয়েই কবির বকুলের নামে পরিচালক পিএ কাজল ‘পিরিতের আগুন জ¦লে দ্বিগুণ’ ছবিতে ব্যবহার করেন। এই ছবিতে গানটি ব্যবহারের আগে বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ^জিৎ তার ‘রোদেলা দুপুর’ এলবামে জবান আলীর নামে গেয়েছিলেন। কিন্তু ছবিতে এ গানটির গীতিকার হিসেবে পিএ কাজল কবির বকুলের নামে ব্যবহার করেন। এ ছাড়াও এ গানটি বাংলাদেশ বেতার, টেলিভিশসসহ বিভিন্ন মাধ্যমে জবান আলীর নামে প্রচারিত হয়েছে।
বাউল জবান আলী গত ১৩ এপ্রিল প্রতারণার অভিযোগে সুনামগঞ্জে আমলগ্রহণকারী বিচারিক আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালত জেলা শিল্পকলা একাডেমীকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেবার আদেশ দেন। ঘটনার সত্যতা উল্লেখ করে গত ১৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষ। আদালত পরে তাদের বিরুদ্ধে সমন জারীর আদেশ দেন। সমন জারী হওয়ার পরও কবির বকুল ও পিএ কাজল আদালতে হাজির না হওয়ার আজ বৃহস্পতিবার বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত।