জগন্নাথপুর প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের দেশেই এখন ভাল মানের চিকিৎসা প্রতিষ্ঠান ভাল সেবা দিচ্ছে। চিকিৎসার জন্য আমাদের বিদেশনির্ভর মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা দেশের চিকিৎসা খাততে আরও উন্নত করতে চাই। সবাইকেই এজন্য কাজ করতে হবে।
শুক্রবার (২৫ অক্টোবর) জগন্নাথপুর ৫০ শয্যা হাসপাতালের তৃতীয় তলা ভবনের পুরুষ ওয়ার্ডের কেবিন রুমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের এখানে অবকাঠামো ও দক্ষ জনবলের কিছুটা অভাব রয়েছে। এখন মানুষের উন্নত সেবা নিশ্চিত করার জন্য আমাদের প্রতিটি ক্ষেত্রে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, সুনামগঞ্জের সিভিল সাজন ডা. আশুতোষ দাশ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজ আলম মাসুম।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ডা. মধু সুধন ধর, ডা. শারমিন আরা আশা।
এছাড়াও জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উদ্যোগে ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিক্রমে জগন্নাথপুর উপজেলা হাসপাতাল ক্যাম্পাসের প্রশিক্ষণ ভবনের পাশে মরচুয়ারী (লাশ হিমাগার) উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় মোহাম্মদ আবু তাহের কামালীর সভাপতিত্বে ও আব্দুল ওয়াহিদের পরিচালনায় বক্তব্য রাখেন, থানার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মিরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর হক শিরিন।