তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাটা সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাঠলাই নদীতে অভিযান চালিয়ে ভারতীয় ম্যাকডোয়েলস নাম্বার ওয়ান ৭শ’ ৫০এমএল ৩ বোতল মদ ও ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ১০ মে.টন কয়লাসহ একটি ষ্টিলবডির ছোট নৌকা আটক করেছে। বিজিবি সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে বালিয়াঘাটা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বালিয়াঘাটা বিওপির সামনে বড়ছড়া থেকে নিয়ে আসার পথে পাঠলাই নদী থেকে উপরোক্ত ভারতীয় মদ, চোরাই কয়লাসহ একটি ষ্টিলবডির ছোট নৌকা আটক করে। স্থানীয় সুত্রে জানা যায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা নৌকার মাঝি, নৌকার সর্দার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আমিরুল মিয়া (৩৫) পালিয়ে যায়। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত মালামালের বাজার মূল্য ৩লক্ষ, ৩৪হাজার, ৫শত টাকা।