স্টাফ রিপোর্টার::
“প্রেমেরে মানুষ ঘুমাইলে চাইয়া থাকে” গানটি প্রতারণার মাধ্যমে পিএ কাজল পরিচালিত একটি চলচ্চিত্রে ব্যবহারের মামলায় গীতিকার কবির বুকল বুধবার সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন।
বুধবার সকাল ১১ টায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সদর জোন শহীদুল আমীন এর আদালতে সেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। কবির বকুল মামলায় হাজির হয়ে আদালতকে জানান, এ গানটির মুল গীতিকার মামলার বাদী জবান আলী। চলচ্চিত্রের পরিচালক তার অজান্তে এ গানটিতে তার নামে ব্যবহার করেছেন এ গানটির মুল গীতিকার পল্লিকবি জবান আলী বলে আদালতকে অবগত করেন তিনি। আদালত তার বক্তব্য শোনে তাকে জামিন প্রদান করেন।
উল্লেখ্য গত ১৩ এপ্রিল ২০১৬ তারিখে গানটির মুল গীতিকার পল্লিবাউল জবান আলী তাদের বিরুদ্দে প্রতারণার অভিযোগ এনে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত একটি মামলা দায়ের করেন। মামলায় চলচ্চিত্র পরিচালক পি এ কাজল ও কবির বকুল বিরুদ্ধে সমন জারি পর আদালতে হাজির না হওয়া আদালত ১ ডিসেম্ভর তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
মামলা বিবরণীতে জানা যায়, বাউল জবান আলীর রচয়িত গানটি “প্রেমেরে মানুষ ঘুমাইলে চাইয়া থাকে” জনপ্রিয় কন্ঠশিল্পি কুর্মা বিশ্বজিৎ তার রোদেলা দুপুর এলব্যামে গেয়েছিলেন। এছাড়াও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে গানটি। তার এই গানটি চলচ্চিত্র পরিচালক পি এ কাজল মার্কেট থেকে সংগ্রহ করে তার পরিচালিত একটি ছবি “পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ” এ গাতিকার কবির বকুলের নামে চালিয়ে দেন।