স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে প্রচারণা ও মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল করিম ইমন। বুধবার দুপুরে জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জামালগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, ফেনারবাঁক ইউপি চেয়ারমম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, যুবলীগ নেতা গৌতম বণিক, আবুল আজাদ, সায়েম পাঠান, মকবুল হোসেন আফিন্দিসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগণ।
এর পরে তিনি বিকাল ৩ টায় উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান ও সদস্য সদস্যাদের সাথে মতবিনিময় করেন। বিকেলে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উপজেলা সদরের তেলিয়া পাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যায় ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য, সদস্যাদের সাথে ইউনিয়ন পরিষদের হল রুমে মতবিনিময় করেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।