বিশেষ প্রতিনিধি::
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সাবেক উপদেষ্টা, শাল্লা উদীচী শিল্পী গোষ্ঠী‘র প্রতিষ্ঠাতা, বিখ্যাত বাম রাজনীতিক ও কমরেড শ্রীকান্ত দাসের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উদীচী জেলা সংসদের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সংসদের সহ সভাপতি উৎপল খাসনবীশের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রমেন্দ্র তালুকদার দে মিন্টু, জেলা খেলাঘরের উপদেষ্টা নির্মল ভট্টাচার্য্য, সভাপতি বিজন সেন রায়, জেলা মহিলা পরিষদের সভানেত্রী গৌরি ভট্টাচার্য্য, শাল্লা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক চম্পা তালুকদার প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, শ্রীকান্ত দাশ ছিলেন হাওর-ভাটির বাম রাজনীতির র্কীতিমান পুরুষ। মহান মুুক্তিযুদ্ধের অগ্রপথিক সংগঠক ছিলেন তিনি। প্রত্যন্ত এলাকায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। বক্তারা বলেন, কমরেড শ্রীকান্ত দাশ আজীবন মানুষের মুক্তির লক্ষ্যে লড়াই করেছেন। অসম্প্রাদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে তিনি সারাজীবন প্রগতি ও মানবতার পক্ষে কাজ করেছেন। মানবকল্যাণে মরণোত্তর দেহ দান করে তিনি অমর হয়ে আছেন। মানুষের কল্যাণে নিবেদিত রাজনীতির আপোসহীন এই নেতা হাওর ভাটিতে সাংস্কৃতিক আন্দোলনে ছড়িয়ে দিতেও বিশেষ অবদান রাখেন বলে উল্লেখ করেন বক্তারা। বক্তারা বলেন, তার নেতৃত্বেই প্রত্যন্ত এলাকা শাল্লায় উদীচীর সাংস্কৃতিক আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল। তিনি এই আন্দোলনের মাধ্যমে নতুন প্রজন্মকে প্রগতির পক্ষে পরিচালিত করে অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে ওঠার মন্ত্রণ দিয়েছেন।