মুজিবুর রহমান, ছাতকঃ
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গদার মহল গ্রামের রাস্থা প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে পাকাকরণ, ১১ লক্ষ টাকা ব্যয়ে রুক্কা গ্রামের রাস্তায় ব্রীজ নির্মান, ১০ লক্ষ টাকা ব্যয়ে রুক্কা মাদ্রাসার নতুন ভবন নির্মান, ঘাটপাড় গ্রামের রাস্থা পাকাকরণ, গদার মহল গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগ ও ছাতক ইউনিয়নের কান্দিগাওঁ গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন সহ কয়েকটি উন্নয়ন প্রকপ্লের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার এর উদ্বোধনী অনুস্টানে উত্তর খুরমা ইউ/পি চেয়ারম্যান বিল্লাল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা বাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল, পল্লী বিদ্যুৎ সমিতি সুনামগন্জের জেনারেল ম্যানজার সোহেল পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সুনামগন্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, সাবেক পরিচালক সিরাজুল হক, ভাতগাঁও ইউ/পি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, দক্ষিন খুরমা ইউ/পি চেয়ারম্যান আং মছব্বির এবং জাউয়া ইউ/পি চেয়ারম্যান মুরাদ হোসেন সহ ছাতক উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।