মধ্যনগর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। আজ দুপুর ২ঘটিকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে সারা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মিছিলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঝাড়ু হাতে নিয়ে মাদক সেবীদের কমিটি মানি না মানব না বলে স্লোগান দেয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন তালুকদার,চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, আওয়ামী লীগ নেতা জহিরুল হক, আঃ শহীদ আজাদ, নেহার উদ্দিন, রুহুল আমিন খান, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মঞ্জু প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন তালুকদার। লিখিত বক্তব্যে তিনি বলেন ২৩/১১/২০১৯ইং তারিখে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ কর্তৃক চিহ্নিত মাদকসেবীদের দিয়ে মধ্যনগর থানা আওয়ামী লীগের যে কমিটি ঘোষণা করা হয়েছে তার প্রতিবাদে আজ তৃণমূলের হাজারো নেতা কর্মীরা বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে। গণতন্ত্রের মানসকন্যা,বিশ্ব শান্তির অগ্ৰদূত দেশ রত্ম জননেত্রী শেখ হাসিনা যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, সেখানে কি করে এবং কোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সর্বজন স্বীকৃত মাদকসেবী ও থানার দালালদেরকে দিয়ে মধ্যনগর থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের মত ঐতিহ্যবাহী সংগঠনকে যেমন কলঙ্কিত করা হয়েছে, তেমনি ভাবে উৎসাহিত করা হয়েছে মাদকসেবীদের।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।