স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধরমপাশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র সদস্য সন্দেহে মোবারক হোসেন (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার রাতে উপজেলার কান্দাপাড়া বাজার থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করে এলাকাবাসী পুলিশে ধরিয়ে দেয়।
আটক মোবারক হোসেন নেত্রকোনা জেলা সদরের মঈনপুর সিংহের বাড়ি গ্রামের সৈকত আলীর ছেলে। তিনি ঢাকার সাভার এলাকার এনায়েতপুর কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটককৃত সন্দেহভাজন যুবক মোবারক হোসেন রবিবার রাত ৯টার দিকে কান্দাপাড়া বাজারে গিয়ে ঘুরাফেরা করছিল। সেখানে তার কথাবার্তা ও চলাফেরার বিষয়টি স্থানীয় লোকজনের নিকট সন্দেহের সৃষ্টি হলে তখন তারা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগ থেকে বাংলাদেশের একটি মানচিত্র , ম্যাক্সিমাস কম্পানির ১০ মডেলের একটি পুরাতন মোবাইল ফোন সেট ও কিছু শুকনো খাবার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, আটককৃত মোবারক হোসেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঢাকার সাভার এলাকার এনায়েতপুর কওমি মাদ্রাসায় শিক্ষকতা করে বলে জানায় এবং সে ঈদের ছুটিতে বাড়িতে এসে হাওর এলাকা দেখার উদ্দেশেই ধর্মপাশার ওই এলাকায় আসছিল বলে নিজেকে দাবি করছে। তবে তার ব্যাপারে সার্বিক তথ্য সংগ্রহের জন্য তার জন্মস্থান নেত্রকোনার মডেল থানা ও কর্মস্থল ঢাকার সাভার থানাকে অবহিত করা হয়েছে।