স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর ও ছাতক উপজেলার মধ্যে এক শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো বুধবার বিকেলে। আক্রমণ-পাল্টা আক্রমণে দুই দলের খেলোয়াড়রা করেছেন প্রাণান্ত চেষ্টা। তারপরেও মিলেনি কাঙ্খিত গোল। কিন্তু খেলার ৬৭ মিনিটের মাথায় সদর উপজেলা দলের খেলোয়াড় মিশরীয় মোস্তফা ডিবক্সে ডুকে গেলে ফাউল করে বসেন ছাতকের গোলকিপার। আর তখনই পুরো মাঠ সদরের পক্ষে হুঙ্কার দিয়ে ওঠে। কিন্তু এই ফাউল মেনে না নিয়ে খেলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় ছাতক উপজেলা। পরে নির্ধারিত সময় শেষে রেফারি রিফিউজ-টু প্লেতে সদর উপজেলাকে বিজয়ী করেন। এর ফলে ফাইনালে উঠেছে সদর উপজেলা। এভাবেই সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ছাতককে হারিয়ে ফাইনালে উন্নীত হয় সদর উপজেলা।
জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টে বুধবার দুপুর আড়াইটায় শুরু হয়। শক্তিশালী ছাতক উপজেলার মুখোমুখি হয় আসরের শক্তিশালী সদর উপজেলা দল। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়াধের্র ৬৭ মিনিটে সদরের কাউন্টার এ্যাটাকে স্টাইকার মিশরি খেলোয়ার মোস্তফা ডিবক্সের ভেতরে বল নিয়ে গেলে ফাউল করেন ছাতকের গোল কিপার শাহেন শাহ। ডিবক্সে ভেতরে ফাউল করায় প্লান্ট্রিকের সিদ্ধান্ত দেন রেফারি আনিসুর রহমান সাগর। এতে রেফারির সাথে বাকবি-ায় জড়িয়ে পড়েন ছাতকের খেলোয়াড়রা। এক পর্যায়ে ছাতকের ১৬ নাম্বার জার্সি পরিহিত আব্রাহাম রেফারিকে ধাক্কা দিলে হলুদ কার্ড দেখিয়ে তাকে সতর্ক করে দেন রেফারি সাগর। রেফারি প্লান্ট্রিকের সিদ্ধান্তে অটল থাকলেও খেলতে অস্বীকৃতি জানায় ছাতক। শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করে রিফিউজ টু প্লেতে সদর উপজেলাকে বিজয়ী ঘোষণা করেন রেফারি ও পরিচালনা কমিটি।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাহাড়ায় মাঠ ছাড়েন ১ম সেমিফানালে অংশ নেয়া সদর ও ছাতক উপজেলার খেলোয়াড়রা। তবে শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় স্বস্থি প্রকাশ করেন ক্রিড়ামোদীরা।