স্টাফ রিপোর্টার::
রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে পুলিশ বিপুল টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সংঘর্ষ চলাকালে জাউয়াবাজারে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এসময় চরম দুর্ভেঠস পোহান যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থকরা জাউয়া বাজারে মিছিল নিয়ে বাকবিত-ায় জড়ান। এক পর্যায়ে মুখোমুুখি সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ালে রণক্ষেত্রে পরিণত হয় বাজার এলাকা। দেশিয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপের কারণে দোকান বন্ধ হয়ে যায় বাজারের। এসময় জাউয়া পুলিশ ফাঁড়ির পুলিশ সংঘর্ষ থামাতে এসে টিয়ারশেল নিক্ষেপ করে। তবে কিছুক্ষণের মধ্যেই তাদের টিয়ারশেল শেষ হয়ে যায়। পরে ছাতক থানা থেকে পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। সংঘর্ষ চলাকালে বিপুল পরিমাণ টিয়ারশেল নিক্ষেক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। আহতদের কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছাথক থানার ওসি মোস্তফা কামাল বলেন, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখনো কোন মামলা হয়নি বলে জানান তিনি।