স্টাফ রিপোর্টার::
সুরমা নদীতে অবৈধভাবে ড্রেজিং মেশিনে বালুমাটি উত্তোলন করায় উত্তোলনকৃত মাটি নিলামে বিক্রি করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মালিককে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে হরিণাপাটি এলাকায় সুরমা নদীতে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালুমাটি উত্তোলন করছিল জামালগঞ্জের তেলিয়া শাহপুর গ্রামের আব্দুল গফফার। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বালুমাটি নিলামে ১০ হাজার ১০০ টাকায় বিক্রি করে দিয়েছে। পরে মালিক আব্দুল গাফফারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন। এসময় উপস্থিত ছিলেন এসআই প্রদীপ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শামসুল হুদা সোহেল, সার্ভেয়ার আনোয়ার হোসেন প্রমুখ।