স্টাফ রিপোর্টার ::
আয়ূব বখত জগলুল স্মৃতি মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের আদর্শ শিশু শিক্ষা নিকেতন কেন্দ্রে শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউও পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬১৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. চাঁন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম শেফু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা যুবলীগ নেতা বিপ্রেশ কুমার রায় বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ঝন্টু তালুকদার, মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, পরীক্ষক আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, দপ্তর সম্পাদক লিটন সরকার প্রমুখ।
আয়ূব বখত জগলুল স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।