তাহিরপুর প্রতিনিধি
“নারী পুরুষ সমতা,রুখতে পারে সহিংসতা ” এ স্লোগানকে সামনে রেখে তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপী কর্মসূচি ২০১৯ ( অরেঞ্জ ক্যাম্পেইন) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২টায় তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।
স্থানীয় সরকার বিভাগের জেলা সহায়ক নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমরান হোসেন, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু,উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক আইরিন আক্তার, ইউপি সদস্যা সুষমা জাম্বিল প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নারী নির্যাতন বিরোধী শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমরান হোসেন।