জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক পারস্পারিক শিখন কর্মসূচী বিষয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মসূচীর আয়োজন করেন ৪নং সাচনা বাজার ইউনিয়ন পরিষদ। সহযোগীতা হেলভেটাস সুইস ইন্টার- কো আপারেশন বাংলাদেশ (জাতীয় সরকার ইনস্টিটিউট ও শরিক প্রজেক্ট), সভায় সভাপতিত্ব করেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দী। ইউপি সচিব প্রদীপ কুমার রায় এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার বিলকিস বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষণ শ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওদুদ, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশীদ, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. হাবিবুর রহমান, দ্বিপক তালুকদার, মো. বকুল মিয়া, গোলাম হোসেন প্রমূখ। বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতকে জনস্বার্থে শক্তিশালী করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এবং এ ব্যাপারে সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা ও জনগণকে সেবাদানের বিষয়ে মতামত প্রকাশ করেন। পাশাপাশি গ্রাম আদালতে সকলেই জনগণের স্বার্থে সকলেই কাজ করবেন বলে ঐক্যমত পোষণ করেন।