স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ মুক্ত দিবসে সম্মুখ সমরের এক নিভৃতচারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে সুনামগঞ্জ সুনামগঞ্জ প্রেসক্লাব। সম্মাননার আগে ৪ নং সেক্টরের যোদ্ধা আব্দুস শহিদ মিয়া যুদ্ধদিনের অম্লান স্মৃতি রোমন্থন করেন। এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি বর্ণনার পাশাপাশি তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ছেলে শেখ রাসেলের প্রতি বিরল ভালোবাসা প্রদর্শন করেন। সুনামগঞ্জ প্রেসক্লাব তাকে ঐতিহাসিক দিনে উত্তরীয় প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রেসক্লাব নেতৃবৃন্দ শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এসে উত্তর সুরমার কোণাগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহিদ মিয়াকে সম্মাননা জানান।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে ও সহ সভাপতি শামস শামীমের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতিরোমন্থন ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে যুদ্ধদিনের স্মৃতি রোমন্থন করেন মুক্তিযোদ্ধা আব্দুশ শহিদ মিয়া। স্মৃতিচারণে তিনি বলেন, হতদরিদ্র পরিবারের এক দোকান কর্মচারী হিসেবে তিনি ২০ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন। দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী ও হোসেন বখতের পরামর্শে তিনি মুক্তিযুদ্ধে নাম লিখান। ট্রেনিং নেন ভারতের লোহারবন্দ ক্যাম্পে। পরে ৪ নং সেক্টরের জুড়িতে তিনি কম্পানী কমান্ডার হুমায়ুন কবিরের নেতৃত্বে যুদ্ধ করেন। একাধিক সম্মুখযুদ্ধে অংশ নেন। এক যুদ্ধে ৪৫ জন সহযোদ্ধাকে হারান তিনি। শহিদদের মৃতদেহ বস্তায় ভরে এনে সৎকার করেন। যুদ্ধ শেষে বাড়ি ফিরে দেখেন তার বাড়ি আগুনে ছারখার। ভাই পাকিস্তানী হানাদারদের বিমান হামলায় মারা গেছে। মা ও বাবাও সন্তান শোকে সয্যাশায়ী। পরে দিনমজুরি করে সংসার চালান। এক পর্যায়ে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন ও সন্তানদের পড়ালেখা করান। ১৩ বছর রিক্সা চালানোর পর ২০০৫ সালে ছেড়ে দেন। ওই সময় তিনি ভাতা পান। এই ভাতায়ই এখন তার সংসার ও সন্তানদের পড়ালেখা চলছে। বর্তমানে তিনি চার ছেলে ও ৩ মেয়ে এবং স্ত্রী নিয়ে সদর উপজেলার কোণাগাও গ্রামে বসবাস করেন।
স্মৃতিচারণ শেষে সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পড়িয়ে দেন এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এমরানুল হক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী, বিন্দু তালুকদার, এ আর জুয়েল, আমিনুল ইসলাম, আশিকুর রহমান পীর, মোশাইদ রাহাত, আল আমিন, পুলক রাজ, দিলাল আহমেদ, ইমন চৌধুরী, আব্দুল শহিদ প্রমুখ।