স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের পক্ষে প্রকাশ্যে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরে তিনি আনুষ্ঠানিক নূরুল হুদা মুকুটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এসময় তিনি ভোটদানের জন্য স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানান।
বুধবার দুপুরে নূরুল হুদা মুকুটকে নিয়ে জগন্নাথপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। তিনি জগন্নাথপুর পৌর মেয়র হাজী আব্দুল মনাফের পৌর কার্যালয়ে তার পরিষদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি জগন্নাথপুর পৌর পরিষদের নির্বাচিত প্রতিনিধিদেরকে আগামী ২৮ ডিসেম্বর নূরুল হুদা মুকুটকে ভোটদানের জন্য আহ্বান জানান। পরে মতিউর রহমান আরো অন্যান্য এলাকায় গিয়ে মুকুটের পক্ষে প্রচারণায় অংশ নেন।
এদিকে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মতিউর শেষ পর্যন্ত নূরুল হুদা মুকুটের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সুনামগঞ্জের আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। মতিউর রহমান সবশেষে তার অবস্থান পরিষ্কার করায় নূরুল হুদা মুকুটের সমর্থকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।