শাল্লা প্রতিনিধি:: ২০০৫ সালের ৮ডিসেম্বর নেত্রকোনা জেলা উদীচীর কার্যালয়ে বোমা হামলা করে সন্ত্রাসীরা। বর্বরোচিত এ বোমা হামলায় খাজা হায়দারসহ অনেকই নিহত হন। আবার অনেকই আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। সেই ভয়াবহ বোমা হামলায় নিহতদের স্মরণ ও বিচারের দাবিতে শাল্লায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শাল্লা শাখার আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক পাপড়ি তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী। বক্তব্য রাখেন উপদেষ্টা আজমাণ গণি তালুকদার, কৃষ্ণকান্ত সরকার, প্রচার সম্পাদক নরেন্দ্র কুমার দাস, অর্থ সম্পাদক বিপ্লব কুমার দাস ও সদস্য ধীরেন্দ্র কমার দাস প্রমুখ। বক্তারা হামলাকারীদের শাস্তি দাবি করেন।