২৭ ডিসেম্বর বরুণ রায় বইমেলা
স্টাফ রিপোর্টার::
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রসুনকান্তি বরুণ রায়ের স্মৃতিরক্ষার উদ্যোগে সুনামগঞ্জে ‘কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদ’ নামে একটি সংগঠন গঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকালে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়। সর্বসম্মতিতে কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নির্মল ভট্টাচার্য্য। এদিকে আগামী ২৭ ডিসেম্বর কমরেড বরুণ রায়ের নামে বইমেলার ঘোষণা দিয়েছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
কমিটির সদস্যবৃন্দ হলেন, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, বিজন সেনরায়, চন্দন রায়, স্বপন দাস, ইকবাল কাগজী, কল্লোল তালুকদার চপল ও শামস শামীম।
আদর্শিক রাজনীতির প্রোজ্জ্বল উত্তরাধিকারী কমরেড বরুণ রায়ের জীবন ও সংগ্রামসহ তার বর্ণাঢ্য সংগ্রামী জীবনের স্মৃতিরক্ষায় উদ্যোগ নেওয়ার ঘোষণা নতুন কমিটির নেতৃবৃন্দ। প্রথমেই কমরেড বরুণ রায়ের নামে বইমেলার ঘোষণা দেন তারা। আগামী ২৭ ডিসেম্বরেই এই মেলা অনুষ্ঠিত হবে।