স্টাফ রিপোর্টার::
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহিলা অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জয়িতাদের সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সম্মাননা অনুষ্ঠানে নুতন উদ্যেমে জীবন শুরু ক্যাটাগরিতে অটোরিকশা চালক যাত্রী রাণী দত্ত, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে নাসরিন আক্তার খানম, সফল জননী ক্যাটাগরিতে লক্ষী রাণী, ফরিদা বেগম এবং রোজিনা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, গণপূর্ত এর নির্বাহী প্রকৌশলী আবীল আয়ান প্রমুখ।