বিশেষ প্রতিনিধি::
শহিদ বুদ্ধিজীবী দিবসের শুরুতে সুনামগঞ্জে শহিদ মুক্তিযোদ্ধার স্বজন, বীাঙ্গনা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জের প্রথম শহিদ আবুল হোসেনের গ্রামের বাড়ি ইব্রাহিমপুরে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে একটি দল তার স্ত্রী রহিমা বিবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে লাল সবুজের উত্তরীয়, বিজয়ফুল পরিয়ে নতুন জামাকাপড় প্রদান করা হয়। জেলা প্রশাসক তার বাসস্থানের আশ্বাস দেন। এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে একই সঙ্গে জেলা প্রশাসকের কর্মকর্তারা দোয়রাবাজার উপজেলার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তিন মুক্তিযোদ্ধা, দিরাই শাল্লার ৬জন বীরাঙ্গনা, শহিদ মাতা, শহিদ জগৎজ্যোতির বোন ফুলু রানী দাস ও শহিদ আব্দুন নূর বীরপ্রতীকের মেয়ে হোসনেআরাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য রওয়ানা দিয়েছেন। আজ বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানোর পাশাপাশি শুভেচ্ছা উপহার প্রদান করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ শহিদ আবুল হোসেনের স্ত্রী, শহিদ নূরুল ইসলামের মাতা এবং শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের বোনের বাড়ি গিয়ে ফুলেল শ্রদ্ধা ও শুভেচ্ছা উপহার দিবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, জাতির শ্রেষ্ট সন্তানদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ও শহিদদের স্বজন এবং বীরাঙ্গনাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও শুভেচ্ছা উপহার দিচ্ছে জেলা প্রশাসন। আমরা আজ সারাদিন তাদের সঙ্গেই কাটাব। তাদের কাছ থেকে সুখ দুখের গল্প শুনব।
এদিকে জেলা প্রশাসনের বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের এমন ফুলেল শ্রদ্ধা জানানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।