তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেছন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে কোন বাটপার, টাউটকে পিআইসিতে স্থান দেওয়া হবেনা। এ ব্যাপারে কৃষক ও এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কুচক্রিমহল উন্নয়ন বাধা গ্রস্ত করতে চায়। তাই সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। তাহিরপুর উপজেলার প্রশাসনের আয়োজনে শনিবার ১৪ ডিসেম্বর বেলা ১২টায় বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ এমপি মোয়াজ্জেম হোসেন রতন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাঙালির শ্রেষ্ট মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে পঙ্গু করতে চেয়েছিল রাজাকার ও আলবদও বাহিনী। তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।
উপজেলা নিবাহী কমকর্তা বিজেন ব্যনাজির সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আ,লীগের সভাপতি আবুল হোসেন খাঁ,সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জি,সহ সভাপতি আলী মতুজা,সাধারণ সম্পাদক অমল কান্তি কর,মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,যুুুুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন,মাসুক মিয়া
সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মোবিন,বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তুষা মিয়া,বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক জুনাব আলী,বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, বোরহান উদ্দিন প্রমুখ।