স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে প্রকৃত কৃষকদের যুক্ত করার দাবিতে এবং দালাল, মধ্যস্বত্তভোগী ও অকৃষকদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবিতে জেলা কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন কমিটির সভাপতি জেলা প্রশাসক বরাবরে দুটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বাধের কাজে নীতিমালা উপেক্ষা করে কৃষকদের বাদ দিয়ে দুর্নীতিবাজ ও মধ্যস্বত্তভোগীদের মাধ্যমে কমিটি করে ফসলরক্ষা বাধের বরাদ্দ লোপাট করতেই প্রকল্প কমিটি করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তারা। রবিবার দুপুরে জেলা কৃষক লীগ ও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব অভিযোগ করেন।
জেলা কৃষক লীগ জেলা প্রশাসক বরাবরে দাখিলকৃত আলাদা আবেদনে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ঘোষণায় গত ৩ বছর ধরে সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাধের কাজে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এ লক্ষ্যে বাধ নির্মাণ সংশ্লিষ্ট কমিটিতে কৃষক ও নারীর অংশগ্রহণ বিষয়ে নীতিমালা করা হয়েছে। কৃষক লীগ এ সংক্রান্ত কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধিদের যুক্ত করার দাবি জানিয়েছে।
এদিকে একই দাবিতে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে জামালগঞ্জের দায়িত্বপ্রাপ্তরা নীতিমালা উপেক্ষা করে অকৃষক, দুর্নীতি মামলার আসামিসহ বিতর্কিতদের দিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি করছে। ফেনারবাক ইউনিয়নসহ প্রতিটি এলাকাতেই দুর্নীতিবাজা ও অকৃষকদের পিআইসিতে যুক্ত করা হয়েছে। পিআইসিদের কাছ থেকে দালালের মাধ্যমে টাকা নিয়েও সদস্য করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয। আবেদনে জামালগঞ্জের প্রস্তাবাধীন পিআইসিতে দালাল ও মধ্যস্বত্তভোগীদের দিয়ে দুর্নীতি করতেই বিতর্কিত কমিটি করা হচ্ছে। অবিলম্বে কমিটি বাতিল করে প্রকৃত কৃষক ও নীতিমালার আলোকে পিআইসি গঠনের দাবি জানান তারা।
অভিযোগে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন। জেলা কৃষক লীগের পক্ষে অভিযোগটি দাখিল করেনে জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া ও সদস্য সচিব বিন্দু তালুকদার।