1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

মুক্তিযুদ্ধকালীন সুনামগঞ্জের তাবেদার এমপি প্রার্থীদের তালিকা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ৪.২০ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার::
১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে গণরায় দিয়েছিলেন। জাতীয় পরিষদের ১৬০ আসনের মধ্যে ১৬০টি এবং প্রাদেশিক পরিষদের ৩০০টির মধ্যে ২৮৮টিতে আওয়ামী লীগ জয়ী হয়। কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং এমপিদের আসনগুলো শূন্য ঘোষণা করে। যুদ্ধের সময়ে এই শূন্য আসনগুলোতে উপনির্বাচন দিলে মুসলিম লীগের তিনটি অংশ কনভেনশন লীগ, কাউন্সিল লীগ ও কাউয়ুম লীগ, জামায়াতে ইসলামী এবং পিডিপি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিল করে। সেসময় যারা পাকিস্তানের তাবেদার এমপি হিসেবে নির্বাচন করেছিল তাদের নামও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের তাবেদার এমপি প্রার্থী রয়েছেন। সারাদেশের তাবেদার এমপিদের তালিকাও প্রকাশ করেছে সরকার। সুনামগঞ্জের তাবেদার এমপি প্রার্থীদের নিচে নাম দেওয়া হলো। উল্লেখ্য পাকিস্তানের পক্ষের ্ি্েপি এমপি প্রার্থীরা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন।

মুক্তিযুদ্ধকালীন তাবেদার এমপি প্রার্থীদের তালিকা:
১. মিসবাহউদ্দিন আহমেদ, পিতা আবদুল খালেক
আহমেদ, পাকিস্তান মুসলিম লীগ (সমাবর্তন) পরে
স্বতন্ত্র, গ্রাম-মাইজবাড়ি, পোস্ট -বাদশাগঞ্জ, ধর্মপাশা।
২. মৌলভি সিরাজুল ইসলাম, পিতা- আবদুল মানান,
জামাতে ইসলাম, গ্রাম-শুকদেবপুর, পোস্ট -জয়নগর
বাজার, জামালগঞ্জ।
৩. সিদ্দিক আলী আফিন্দি, পিতা- আবদুল জাবর
আফিন্দি, গ্রাম-বিছনা, পোস্ট-ভীমখালী, জামালগঞ্জ।
৪. ফয়জুন্নার চৌধুরী, পিতা- সদরনূও চৌধুরী, গ্রাম ও পোস্ট -ভাটিপাড়া, দিরাই,
৫. মুহাম্মাদ আবদুল খালেক, পিতা-মো.
আজু মিয়া, গ্রাম-দৌলতপুর, পোস্ট -ব্রজেন্দ্রগঞ্জ, শাল্লা।
৬. ফারুক চৌধুরী, পিতা- এম মকবুল হুসেন
ছাই, গ্রাম-হাসননগর, থানা-সুনামগঞ্জ।
৭. আজিজুর রহমান চৌধুরী, পিতা আবদুল
গোফুর চৌহুরী, গ্রাম-তাজপুর, থানা: জগন্নাথপুর।
৮. এম. মনসুর আলী, পিতা.মুনাওর আলী, মধ্য
শাহর মহল্লা, থানা-সুনামগঞ্জ।
৯. তাজাম্মুল হুসেন চৌধুরী, পিতা তাউরদ্দিন চৌহুরী, পশ্চিমীবাজার ও উত্তর অর্পিনগর, মহল্লা, থানা-সুনামগঞ্জ।
১০. এ.বি.এম. মনিরুদ্দিন চৌধুরী, পিতা- বারী
চি, গ্রাম ও পোস্ট -জহিরপুর, থানা-জগন্নাথপুর।
১২. আব্দুল মতিন, পিতা- বশিরউদ্দিন আহমেদ,
গ্রাম-খারিদিচর, পোস্ট -জাতুয়া, থানা-ছাতক।
১৩। আবদুল হাই, পিতা মাজেফুর আলী, গ্রাম: মাদমদপুর, পোস্ট -ছাতক, থানা-ছাতক।
১৪. আবু হানিফা আহমেদ, পিতা প্রয়াত-ফয়েজ আলী,
গ্রাম-ষোলঘর, পোস্ট এবং থানা- সুনামগঞ্জ।

১৫. আবদুস সামাদ, পিতা- আলীর ফরিদ, গ্রাম: সুনামগঞ্জ, মধ্যশহর, মহল্লা, থানা: সুনামগঞ্জ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!