স্টাফ রিপোর্টার::
মহান বিজয়ের দিনে সুনামগঞ্জ জেলা পরিষদ জেলার ৭০০ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে বস্ত্র প্রদান করেছে। সোমবার বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে নতুন শাড়ি লুঙ্গি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও জেলা পরিষদের সিইও এমরান হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার আব্দুল মজিদ প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ট সন্তান। তাদের সম্মান জানানো জাতীয় কর্তব্য। আজ মহান বিজয়ের দিনে জেলা পরিষদের পক্ষ থেকে তাদের মধ্যে নতুন জামা কাপড় বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাবে বলে জানান তিনি।