শাল্লা প্রতিনিধি::শাল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করে। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে উপজেলা সদর। পরে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন, বিভিন্ন স্কাউট প্যারেডের মাধ্যমে গার্ড অব অনার প্রদান করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশ পুলিশ শাল্লা থানা, আনসার ভিডিপি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর চিত্রনাট্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে ও প্রদর্শণ করে। দুপুরে গণপরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. অবনী মোহন দাস, অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র দাস, জয় কুমার বৈষ্ণব, সুবল চন্দ্র দাস, রাধাকান্ত দাস, অনিল চন্দ্র দাস, শিক্ষক আরিফ মোহাম্মদ দোলাল, প্রেসক্লাবের সভাপতি পি.সি দাশ পিযুষ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাবিবুর রহমান, সন্তান কামান্ডের রথীন্দ্র চন্দ্র সরকার, রতন কুমার বৈষ্ণব, জুয়েল কান্তি দাস, কমলা রাণী দাস, করফুর নেছা প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধাদের মাঝে বেশকিছু স্মার্টকার্ড বিতরণ করে উপজেলায় স্মার্টকার্ডের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন।অন্যদিকে উপজেলা আ’লীগ কার্যালয়েও উপজেলা আ’লীগের আয়োজনে ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রান্টু লাল দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।